সিলেট জিন্দাবাজারে ছাত্রদলের মিছিলে বিদ্রোহীদের হামলা, ২০টি ককটেল বিস্ফোরণ
প্রকাশিত হয়েছে : ১১:২১:২০,অপরাহ্ন ২১ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
সিলেট নগরীর জিন্দাবাজারে জেলা ও মহানগর বিএনপি’র মিছিলে হামলা চালায় ছাত্রদলের বিদ্রোহীরা। এসময় অন্তত ২০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
জানা যায়, বিকাল ৪টায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শহরের মিছিল বের করে নবগঠিত জেলা ও মহানগর ছাত্রদল। তাদের মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে জিন্দাবাজার পয়েন্টে আসা মাত্র ছাত্রদলের বিদ্রোহীরা ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে। কমপক্ষে ২০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
এসময় মিছিলকারী ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ইট পাটকেল নিক্ষেপ করে পাল্টা ধাওয়া করলে বিদ্রোহীরা পালিয়ে যায়।
পরে ছাত্রদল নেতাকর্মীরা মিছিলযোগে আম্বরখানা গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে করে। সমাবেশে জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ তাদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন হামলা করে ছাত্রদলকে দমানো যাবে না। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানকে যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে আনা হবে।