সিলেট-ছাতক ও সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক জরুরী ভিত্তিতে সংস্কারের দাবী
প্রকাশিত হয়েছে : ১:১৫:২৯,অপরাহ্ন ০৬ এপ্রিল ২০১৫
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির এক সাপ্তাহিক সভা সোমবার নগরীর ৯ নং সুরমা ম্যানশনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি এডভোকেট আব্দুল খালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ বদরুল ইসলাম জাহাঙ্গীর-এর পরিচালনায় সভার শুরুতে সংগঠনের সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সিলেট ভোলাগঞ্জ-কোম্পানীগঞ্জ ও সিলেট-ছাতক মহাসড়ক জরুরী ভিত্তিতে সংস্কারের জন্য জোর দাবী জানানো হয়। সভায় সুরমা মার্কেট পয়েন্টকে মরহুম আশরাফ আলী স্কয়ার নামকরণের জন্য জোর দাবী জানানো হয়।
সভায় সিলেটের আলমপুর ও উপশহরে স্থাপিত সেটেলমেন্ট অফিসে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানান। সভায় স্বেচ্ছাসেবকলীগ নেতা তপন চন্দ্র পালের পিতা শ্রী হেমেন্দ্র চন্দ্র পালের মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল ওয়াদুদ, হাজী মোঃ লোকমান মিয়া, নজরুল ইসলাম চুনু, আব্দুল মুমিন লাহিন, এডভোকেট ছায়দুর রহমান ছায়াদ, সালমা আক্তার পপি, পারভেজ হাসান সাগর, এডভোকেট রহমত এলাহী রাজ, ইরশাদ আলী, রাশেদা বেগম স্বপ্না, নুরুন্নাহার প্রমুখ।-বিজ্ঞপ্তি