সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল
প্রকাশিত হয়েছে : ৫:১৯:১৫,অপরাহ্ন ২৬ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছিল মানুষের ঢল।মায়ের ভাষা রক্ষা করতে যারা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন সেই সব সাহসী সন্তান সালাম, বরকত, রফিক, জববারসহ নাম না জানা শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে এসেছিলেন সকল বয়সী মানুষ। সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় শহীদ মিনারের বেদী ঢেকে যায় ফুলে ফুলে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া প্রহরায় শহীদ মিনারের চত্বরসহ আশপাশ এলাকায় নেয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে পুলিশের একটি চৌকস দল প্রথমে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। এর পরপরই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের পুষ্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
পরে একে একে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ড, অর্থমন্ত্রী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, সিলেটের বিভাগীয় কমিশনার ও ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিলেট জেলা ও মহানগর বিএনপি, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, মহিলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, উদীচি, ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।