সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
প্রকাশিত হয়েছে : ১:২৮:২৬,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৪
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ৬টি অনুষদে স্নাতক (সম্মান) কোর্সে লেভেল-১ সেমিস্টার-১ এর ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর – এর পরিবর্তে ২০ ডিসেম্বর ২০১৪ রোজ শনিবার বেলা ২:০০ ঘটিকা হতে বিকাল ৩:৩০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ০৭ ডিসেম্বর ২০১৪ (ছুটির দিনসহ দিন-রাত ২৪ ঘন্টা) এর ভেতর শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ((DBBL) ) মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। ২১ ডিসেম্বর ২০১৪ রোজ রবিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে(www.sau.ac.bd) ফলপ্রকাশ করা হবে।
ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৪ ডিসেম্বর ২০১৪ রোজ বুধবার সকাল ৯.০০ ঘটিকা থেকে দুপুর ১২.০০ ঘটিকার মধ্যে বিভিন্ন অনুষদে ভর্তি করানো হবে। আসন খালি থাকার শর্তে অপেক্ষমান তালিকা থেকে ২৮ ডিসেম্বর, ২০১৪ রোজ রবিবার সকাল ৯.০০ ঘটিকা থেকে দুপুর ১২.০০ ঘটিকার মধ্যে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ক্লাস আগামী ৪ জানুয়ারি ২০১৫ রোজ রবিবার থেকে শুরু হবে। পূর্বের বছরের ন্যায় এবছর ভর্তি পরীক্ষার আবেদন ফি ৭০০/- (সাতশত টাকা) নির্ধারিত হয়েছে।-বিজ্ঞপ্তি