সিলেটে ৫‘জয়িতা’কে পুরস্কৃত করলো বিভাগীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর
প্রকাশিত হয়েছে : ১১:৫৩:২১,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বেগম রোকেয়া দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন নারীকে জেলা পর্যায়ে জয়িতা হিসেবে পুরস্কৃত করা হয়।
জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় বিভাগীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীদের মধ্য থেকে সিলেট জেলায় নির্বাচিত পাঁচজনকে শ্রেষ্ঠ ‘জয়িতা’কে সম্মাননা প্রদান করা হয়। চার ক্যাটাগরিতে পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা হলেন- ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী’ হেলেনা বেগম, ‘শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী’ ঝর্ণা রানী দে, ‘সফল জননী’ হুসনেহারা বেগম, ‘নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু’ জাহানারা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায়’ মাধুরী গুন।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজিয়া বেগম সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. এজেড নূরুল হক, সাবেক মহিলা এমপি সৈয়দা জেবুন্নেছা হক, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম, নারী নেত্রী সালমা বাসিত প্রমুখ।