সিলেটে ১০ লাখ জাল টাকার নোটসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ৯:০৬:৫৬,অপরাহ্ন ২৪ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটে ১০ লাখ জাল টাকার নোটসহ তিনজনকে আটক করেছে ৠাব। বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর হুমায়ূন রশীদ চত্বর সংলগ্ন ওভারব্রিজ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-মো. নুর হোসাইন (৪৫), এমদাদ উল্লাহ (৫৬) এবং গীতা রাণী (৪৪)।
ৠাব-৯ এর সহকারি পরিচালক (এসপি) মাইন উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকদের কাছ থেকে ১০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
এ সময় তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।