সিলেটে হাত-পা বাঁধা গলাকাটা ব্যাক্তির লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৬:৩৭:১৯,অপরাহ্ন ১৮ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটে হাত-পা বাঁধা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ইব্রাহিম আবু খলিল (৫৫)।
সোমবার সকালে নগরীর চারাদিঘীর পাড় ১ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম সাদ উদ্দিন আল হাবীবের ছেলে।
রোববার দিবাগত রাতের কোনো এক সময় ইব্রাহীমকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন ইব্রাহিম আবু খলিল। সোমবার সকালে তার ঘরের দরজা খোলা দেখতে পান পরিবারের লোকজন। কিন্তু তাকে ঘরের মধ্যে পাওয়া যায়নি। পরে অনেক খোঁজাখুঁজি শেষে ঘরের মধ্যে খাটের নিচে তার হাত-পা বাঁধা ও মুখের উপর বালিশ চাপা দেয়া অবস্থায় লাশ দেখতে পান স্বজনরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে।
নিহতের ছেলে সাজিদ মিয়া জানান, ঘরে থাকা ল্যাপটপ ও স্বর্ণ নিয়ে গেছে হত্যাকারীরা।
তিনি আরো জানান, তার বাবা ইব্রাহিম তাবলিগ করতেন। গত দু’দিন আগেও তিনি চিল্লা শেষে ভারত থেকে দেশে ফিরেন।
এদিকে ঘটনাস্থল থেকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে কীভাবে হত্যা করা হয়েছে সেটা বোঝা যাবে।