সিলেটে হরতাল শুরু ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে
প্রকাশিত হয়েছে : ৬:০১:০৪,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: মিছিল, ককটেল বিস্ফোরণ আর গাড়ি ভাংচুরের মধ্য দিয়ে সিলেটে হরতাল শুরু হয়েছে। হরতালের শুরুতে বুধবার সকালে নগরীর শাহী ঈদগাহে ছাত্রদল নেতাকর্মীরা মিছিল, পেট্রোল ঢেলে রাস্তায় আগুন ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- বুধবার সকাল ৮টার দিকে পূর্ব শাহী ঈদগাহ এলাকায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিল থেকে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। এসময় কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটানো হয়।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আব্দুল করিম জোনাক, রুমান আহমদ রাজু, জাবেদুর রহমান জাবেদ, সুমের রাজা চৌধুরী, রুবেল আহমদ, আবির রহমান প্রমুখ।
এদিকে, হরতালের কারণে নগরীর ব্যস্ততম এলাকার দোকানপাট ও বিপণীবিতানগুলো খুলেনি। তবে রিকশা ও অটোরিকশা চলাচল করছে।
দক্ষিণ সুরমার কদমতলী ও উত্তর সুরমার কুমারগাঁও টার্মিনাল থেকে বাস ছেড়ে যায়নি।
দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার, বিভিন্ন বাহিনীর প্রধানদের নির্বিচারে গুলি চালানোর হুমকির প্রতিবাদে এবং গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তি ও নির্বিঘ্নে সভা-সমাবেশ করতে দেয়ার দাবিতে সিলেটে ২০ দলীয় জোট এ হরতালের আহবান করে।