সিলেটে হরতালের সমর্থনে মহানগর বিএনপির মিছিল ও সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৭:১৫:২১,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০১৫
সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম বলেছেন, চলমান সংকট থেকে উত্তরনের একমাত্র পথ শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিতে হবে। আইন আদালতকে ব্যবহার করে সরকার দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের বাধা দান আওয়ামী সরকার নগ্ন ভীতু চেহারার বহিঃপ্রকাশ। বিএনপি এগুলো মানবেনা। তিনি হরতাল অবরোধ সফলে সকল রাজপথে বেরিয়ে আসায় ২০ দলের নেতা কর্মী সহ নগরবাসীকে ধন্যবাদ জানান। তিনি মহানগর বিএনপির আহবায়ক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দাবী জানান। সিলেটে মিথ্যা মামলা ও হয়রানী বন্ধ না হলে ও নেতা কর্মীদের বাসা বাড়িতে পুলিশী তল্লাশী বন্ধ না হলে প্রশাসনকে আর কঠিন পরিস্থিতির সম্মুখিন হতে হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
তিনি গতকাল বৃহস্পতিবার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখায় ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর‘কে গ্রেফতারের প্রতিবাদে ও সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেট মহানগর বিএনপির ডাকে সকাল সন্ধ্যা হরতাল চলাকালে সকালে নগরীর জিন্দবাজারে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মিফতাহ ছিদ্দিকী‘র পরিচালনায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, মহানগর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আজমল বক্ত সাদেক, এমদাদ হোসেন চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুব চৌধুরী, আব্দুল জব্বার তুতু। আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল আজিজ, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, নুরুল মুক্তাকিন, মামুনুর রহমান মামুন, আল মামুন খান, মোঃ কাওছার চৌধুরী, সিরাজুল ইসলাম, মমতাজ হোসেন মুন্না, আজিজুর রহমান আজিজ, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, জেলা ছাত্রদেলর সাবেক সদস্য লিটন আহমদ, হোসেন আহমদ রুহুল, রুবেল আহমদ, মহানগর ছাত্রদল নেতা মাহবুব আহমদ চৌধুরী, আব্দুল মুন্তাসির চৌধুরী, আলী আকর রাজন, হোসেন আহমদ এমাদ, রুবেল আহমদ, সাহাব উদ্দিন সাবু, মন্টি আহমদ, আজাদ আহমদ, তানিম চৌধুরী আপন প্রমুখ।-বিজ্ঞপ্তি