সিলেটে হরতালের প্রথম প্রহরে পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণ, মিছিল-ভাংচুর
প্রকাশিত হয়েছে : ৫:৪০:০১,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০১৫
স্টাফ রিপোর্টার ::
বিএনপি ও ছাত্রদলের বিদ্রোহীদের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রথম প্রহরে সিলেটে নগরীতে হরতাল সমর্থনকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে পিকেটাররা পালিয়ে যায়। নগরীতে ব্যাপক ভাংচুর করেছে সিলেট ছাত্রদল। তবে কোথাও কোন হতাহতের ঘটনর খরব পাওয়া যায়নি।
জানা যায়, বৃহস্পতিবার সকালে নগরীর কুমারপাড়া পয়েন্ট থেকে একটি মিছিল বের করে শিবির কর্মীরা। মিছিলটি কাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে পুলিশের একটি টহল দলের মুখোমুখি হয়। এ সময় পুলিশের গাড়ি লক্ষ্যে করে শিবির নেতাকর্মীরা একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। প্রতিরোধে পুলিশ শিবির কর্মীদের লক্ষ্য করে ৬/৭ রাউন্ড ফাকা গুলি ছুড়লে শিবিরর্মীরা পালিয়ে যায়। তবে পেট্রোল বোমাটি পুলিশের গাড়িতে আঘাত হানতে পারেনি। সিলেট কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেন।
এদিকে হরতারে সমর্থনে দিনের শুরুতেই মিছিল- পিকেটিং করে সিলেট ছাত্রদলের বিদ্রোহী নেতা রেজাউল করিম নাচন ও এখলাছুর রহমান মুন্নার অনুসারীরা । বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় মিছিলটি কুমারপাড়া থেকে শুরু করে নয়া সড়ক এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল থেকে একটি মাইক্রেবাস (লাইটেস) ভাংচুর করে। পরবর্তিতে মিরাবাজার এসে সিএনজি ও লেগুনা ভাংচুর করে বলে জানা গেছে। এ সময় তারা ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া যায়।
উল্লেখ্য, বেগম জিয়াকে অবরুদ্ধ করে রাখা, তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেদ্ধাজ্ঞাসহ শীর্ষ নেতা-কর্মীদের মুক্তির দাবীতে সিলেট ছাত্রদলের বিদ্রোহীদের ডাকা পূর্ব ঘোষিত সকাল-সন্ধ্যা হরতাল আজ। এর আগে সারা দেশে ২৪ ঘন্টা হরতালের ডাক দেয়া হলেও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ বুধবার ১২ ঘন্টা কমিয়ে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।