সিলেটে হরতালের কোন প্রভাব নেই
প্রকাশিত হয়েছে : ৮:০৩:৪৩,অপরাহ্ন ২২ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোন প্রভাব পড়েনি সিলেটে।
বুধবার সকাল থেকে হরতালের সমর্থনে নগরীর কোথাও কোনো মিছিল ও সমাবেশ হতে দেখা যায়নি।
সরেজমিন দেখা গেছে, নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। সিলেট রেল স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে সবকটি ট্রেন। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
কদমতলী বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, হরতালের মধ্যে দোকান-পাট খোলা রয়েছে এবং যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে। এমনকি হরতালের দিনে আম্বরখানা, জিন্দাবাজার, বন্দরবাজার, মেন্দিবাগসহ বিভিন্ন পয়েন্টে যানজটেরও সৃষ্টি হতে দেখা গেছে।
এছাড়াও বড় বিপণিবিতান ছাড়া খোলা রয়েছে সব দোকানপাট।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, নগরীর বিভিন্ন স্থানে নাশকতা রোধে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।