সিলেটে হত্যা মামলায় স্বামীসহ সাবেক নারী কাউন্সিলর জেলে
প্রকাশিত হয়েছে : ৭:৩৭:৫১,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
ছাত্রদলকর্মী কামাল হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক নারী কাউন্সিলর শাহানা বেগম শানু ও তার স্বামী তাজুল ইসলামকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুর ১২টার দিকে মহানগর হাকিম ১ম আদালতের বিচারক সাজেদুল করিম তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
জানা যায়, সোমবার দুপুরে সাবেক কাউন্সিলর শাহানা বেগম শানু ও তার স্বামী তাজুল ইসলাম মহানগর হাকিম ১ম আদালতে হাজির হয়ে এ হত্যা মামলায় জামিন প্রার্থনা করেন। শুনানী শেষে আদালতের বিচারক সাজেদুল করিম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে ওই মামলায় শানু ও তার স্বামী তাজুল উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ১৫ সেপ্টেম্বর খুলিয়াপাড়ায় ছাত্রদল নেতা কামাল আহমদকে কুপিয়ে খুন করা হয়। এ ঘটনায় সাবেক কাউন্সিলর শানুসহ তার পরিবারের ৮ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিহত কামাল আহমদের স্ত্রী হ্যাপি বেগম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।