সিলেটে হত্যা মামলায় আওয়ামী লীগের তিন আইনজীবীর জামিন নামঞ্জুর
প্রকাশিত হয়েছে : ৯:১০:৫৮,অপরাহ্ন ০৩ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর আব্দুল আলী হত্যা মামলায় আওয়ামী লীগ সমর্থিত তিন আইনজীবীর জামিন নামঞ্জুর হয়েছে। মঙ্গলবার সিলেটের জেলা ও দায়রা জজ খন্দকার কামালোজ্জামান তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্র্দেশ দেন বলে জানিয়েছেন সিলেটের এডিশনাল পিপি এডভোকেট শামছুল ইসলাম।
জামিন নামঞ্জুরপ্রাপ্ত আইনজীবীরা হলেন-সিলেট জজ কোর্টের এপিপি ও সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য আজমল আলী ও দলের নেতা হাবিবুর রহমান ভুট্টো।
সূত্র জানায়, ঘটনার পর এ তিন আইনজীবী উচ্চ আদালতের জামিনে ছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার তারা নিম্ন আদালতে আত্মসমর্পন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় যুবলীগ নেতা আব্দুল আলীকে কোম্পানীগঞ্জ উপজেলার কাটাখাল নামক স্থানে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমা আক্তার বাদী হয়ে তেলিখাল ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল ওদুদ আলফুসহ ২৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ঘটনার পর আলফু চেয়ারম্যানসহ ৯জনকে গ্রেফতার করে পুলিশ।