সিলেটে স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে দুটি সরকারী গাড়ি ভাঙচুর
প্রকাশিত হয়েছে : ১২:৫৯:১৫,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৫
স্টাফ রিপোর্টার::
সিলেট নগরীর মিরাবাজারে মিছিল থেকে দুটি সরকারী গাড়ি ভাঙচুর করেছে স্বেচ্ছাসেবক দল। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামানের নেতৃত্বে সিলেট নগরীর মিরাবাজারে বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। এ সময় আইনশৃঙ্খলাবাহিনীর একটি সাদা মিতসুবিসি হাইয়েস কার ও একটি বিদ্যুতের গাড়ী ভাংচুর করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা বেশ কয়েকটি যানবাহন কে ধাওয়া করে।
মিছিল শেষ হওয়ার পরপরই নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাদের মিছিল শুরু হওয়ার পর রাস্তায় চলাচলকারী মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। এ সময় রাস্তার দুপাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।২০ দলীয় জোটের ডাকে ৭২ ঘন্টা হরতালের সমর্থনে ও বিএনপি চেযারপার্সন বেগম খালেদা জিয়ার বাসার বিদ্যূৎ, গ্যাস ও ডিস সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে শনিবার বিকেলে মিরাবাজার থেকে শুরু হয়ে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের মিছিলটি দাদাপীড়ের মোকামের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, জাকির হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, জয়নাল আহমদ, মহানগর ছাত্রদল নেতা লিটন কুমার দাস নান্টু, আমিনুল ইসলাম সাজু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।