সিলেটে সিরিজ বোমা হামলার ৩ মামলায় মুফতি হান্নানসহ ৫ জঙ্গি’র হাজিরা
প্রকাশিত হয়েছে : ৯:০০:০৮,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: সারা দেশে সিরিজ বোমা হামলাসহ সিলেট বোমা ও গ্রেণেড হামলার তিন মামলায় আদালতে হাজিরা দিয়েছেন মুফতি হান্নানসহ ৫ জঙ্গি। রোববার তাদেরকে সিলেটে সিরিজ বোমা হামলা, টিলাগড়ে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামানের উপর গ্রেণেড হামলা ও তাঁতীপাড়ায় সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হকের বাসায় বোমা হামলার ঘটনায় আদালতে হাজির করা হয়। আদালতে হাজির হওয়া জঙ্গিরা হচ্ছে, মুফতি আবদুল হান্নান, মুহিবুল্লাহ, শাহেদুল ইসলাম বিপ্লব, মাঈন উদ্দিন শেখ ও দেলোয়ার হোসেন রিপন।
উল্লেখ্য, ২০০৪ সালে সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হকের বাসায় মহিলা আওয়ামী লীগের সভায় বোমা হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে এই পাঁচ জঙ্গির উপস্থিতিতে মামলার স্বাক্ষ্য দেন সৈয়দ নূরুল ইসলাম ও জয়নাল আহমদ। পরে অন্য দুই মামলায় জঙ্গিদেরকে মহানগর দায়রা জজ ও মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজির করা হয়।