সিলেটে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র কামরানের উপর ককটেল হামলা
প্রকাশিত হয়েছে : ১১:১৬:০০,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: নগরীর পাঠানটুলা এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের গাড়িকে লক্ষ করে ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে দুবৃত্তরা। তবে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে এঘটনা ঘটে।
বদর উদ্দিন আহমদ কামরানের ব্যক্তিগত সহকারী বদরুল ইসলাম জানান, সাবেক মেয়র কামরান নগরীর পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে এক বিয়ের অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকে বের হওয়া মাত্র একদল দুবৃত্ত তাঁর গাড়িকে লক্ষ করে ৫/৭টি ককটেল নিক্ষেপ করে। এসময় চারিদিকে আতংক ছড়িয়ে পড়ে।
বিষয়টি তাৎক্ষনিকভাবে এসএমপির পুলিশ কমিশনারকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
সিলেট মেট্রপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ বিষয়টি নিশ্চত করে বলেন, খবর পেয়ে জালালাবাদ থানার ওসির নের্তৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
প্রসঙ্গত, এর আগে দুই বার গ্রেণেড হামলার শিকার হন সিসিকের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামনার।