সিলেটে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত
প্রকাশিত হয়েছে : ৭:৩৬:০৫,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্য ৩ সেনা সদস্য এবং সিএনজি চালকের অবস্থা গুরুত্বর ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের পীরেরবাজার ও
পরগনা বাজারের মধ্যবর্তী তালেপাড়া এলাকায় অটোরিক্সা (সিলেট থ-১২ ৫৪২০) সাথে একটি দ্রুতগামী ট্রাক’র ( সিলেট ড-১১ ১৯২৭) সংঘর্ষ হয় । সংঘর্ষের ঘটনায় সিএনজি অটোরিক্সাটি দুমড়েমুচড়ে যায়। এতে করে সিএনজি আরোহী মিজানুর রহমান নামের এক সেনা সদস্য ঘটনাস্থলে নিহত হন। আহত ওপর তিন সেনা সদস্য ওমর ফারুক, রফিকুল ইসলাম ও নজরুল আহমদকে সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছুটি শেষে সেনাসদস্যরা একটি সিএনজি অটোরিকশা করে সিলেট রেলওয়ে স্টেশন থেকে কর্মস্থল জালালাবাদ ক্যান্টনমেন্ট ফিরছিলেন। নিহত মিজানুর রহমান’র গ্রামের বাড়ি রাজশাহীর বাঘমারা এলাকায় বলে জানা গেছে।
সিলেটে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা জানান, জেদান জানান, ছুটি কাটিয়ে সেনা সদস্যরা রেলস্টেশন থেকে সেনানিবাসে ফিরছিলেন। তিনি জানান, ওসমানী হাসপাতালে ময়না তদন্তশেষে মিজানের লাশ সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়েছে।