সিলেটেই প্রথম শুরু হলো ফুটবল একাডেমির যাত্রা
প্রকাশিত হয়েছে : ৯:০৮:৪১,অপরাহ্ন ১৩ নভেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের প্রথম ফুটবল একাডেমির। এ দিন দুপুর ১২টা ২০ মিনিটে সিলেট শহরতলীতে দেশের প্রথম পূর্ণাঙ্গ ফুটবল একাডেমিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন, ফিফার ডেভলপমেন্ট কর্মকর্তা ডক্টর সাজি প্রভাকরন প্রমুখ।