সিলেটে শুটিংয়ে এসে অতিষ্ট পরীমনি!
প্রকাশিত হয়েছে : ৬:১৬:৩০,অপরাহ্ন ১৩ মে ২০১৫
বিনোদন ডেস্ক :: সিলেটে চলছে সাখাওয়াত হোসেন পরিচালিত নদীর বুকে চাঁদ সিনেমার প্রথম লটের শুটিং। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি।
১১ মে, থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। শুটিং শুরুর পর থেকেই বিপাকে পড়তে হয় অভিনয়শিল্পীসহ কলা কুশলীদের। প্রচন্ড গরম আবহাওয়ার কারণে বেশিক্ষণ শট দিতে পারছেন না সাইমন-পরী।
তাছাড়া পোকার উৎপাত তো আছেই। তাই থেমে থেমে শট নিতে হচ্ছে পরিচালককে। জানা গেছে পোকার উপদ্রব এটটাই বেশী যে ঠিকমতো শান্তিতে কোথাও বসে থাকার জো নেই।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘গরমের মাত্রা বেশি থাকায় মেক আপ নিতে হচ্ছে বারবার। একটা শট নিতেই ঘেমে মেক আপ নষ্ট হয়ে যায়। গরম থাকা সত্বেও শট দেয়ার সময় আমি ঠান্ডা গরম ভুলে যাই।’ আর পোকা দেখে আমি ভয় পাই। এই পোকাই এখন পিছু লেগেছে। কাজের সময় পোকাগুলো এসে ভীষন জ্বালা করছে।
তিনি এও জানিয়েছেন অনেক সময় পোকার কামড় সহ্য করেও সুটিং এ ঠিকঠাক মতো পারফম করে চলেছেন তিনি।
চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত এ সিনেমার শুটিং চলবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
সাইমন পরীর তৃতীয় সিনেমা এটি। সাইমন-পরী প্রথমবারের মতো জুটি বাঁধেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা সিনেমায়। সিনেমাটির শুটিং শুরুর প্রথম থেকেই আলোচনায় ছিলো। সেন্সর বোর্ডের আপত্তি থাকায় সিনেমাটি এখনো আলোর মুখ দেখেনি।অনন্ত হত্যার প্রতিবাদে সিলেটে হরতাল চলছে