সিলেটে রোববার সকাল-সন্ধ্যা হরতাল
প্রকাশিত হয়েছে : ১:০২:১৬,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অমানবিকভাবে অবরুদ্ধ রাখা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্ঠা শমসের মুবীন চৌধুরী বীর বিক্রমকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে রোববার সিলেট জেলা ও মহানগরে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল ঘোষনা করেছে সিলেট বিএনপি।
শুক্রবার নগরীর জিন্দাবাজারস্থ সিলেট বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপির এক জরুরী সভায় এ কর্মসুচী ঘোষনা করেন বিএনপি নেতৃবৃন্দ।
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট নুরুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এম.এ হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, জেলা যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল গাফ্ফার, যুগ্ম আহ্বায়ক আবুল কাহের চৌধুরী শামীম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট হাবীবুর রহমান হাবীব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ন কবির শাহীন, আজমল বখত্ চৌধুরী সাদেক, মহানগর বিএনপির সদস্য মিফতাহ সিদ্দীকি, এমদাদ হোসেন চৌধুরী ও ডা: নাজমুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ সিলেট বিএনপি আহুত রোববারের সকাল-সন্ধ্যা হরতালকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী অবৈধ সরকার জুলুম নির্যাতনের সকল সীমা অতিক্রম করে চলেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে টানা অবরোধ সফল হতে দেখে সরকার উম্মাদ হয়ে একের পর এক শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতার করছে। হামলা-মামলা-নির্যাতন চালিয়ে চলমান আন্দোলন নস্যাতের বাকশালী ষড়যন্ত্র জাতি সফল হতে দেবে না। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দিতে হবে। একইসাথে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্র সচিব শমসের মুবীন চৌধুরী বীর বিক্রম সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। সিলেট জেলা ও মহানগর বিএনপি আহুত রোববারের সকাল-সন্ধ্যা হরতাল সফলের জন্য বিএনপি অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।