সিলেটে রিপ্রেজেন্টিভের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১০:৫১:৪৮,অপরাহ্ন ০৬ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেট নগরীর পাঠানটুলা থেকে ঔষধ কোম্পানীর এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আতিকুর রহমান (৩৮)। বুধবার দুপুরে শহরের পাঠানটুলা বন্ধন আবাসিক এলাকার বি-ব্লকের ২৯ নম্বর ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আতিক এরিস্টো ফার্মার বিক্রয় প্রতিনিধি হিসেবে কমর্রত ছিলেন। তার গ্রামের বাড়ি কুঁড়িগ্রাম সদর উপজেলার মুন্সিপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত আজিম উদ্দিন।
জানা গেছে, বুধবার সকালে বাসার নীচ তলায় আতিকুর রহমানের রুম বন্ধ দেখে প্রথমে তাকে ডাকা হয়। রুমের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় বাসার ভেন্টিলেটর দিয়ে আতিকুর রহমানের ঝুলন্ত লাশ দেখে বাসার মালিককে জানানো হয়। পরে পুলিশ এসে বাসার দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাসার স্টোর রুমে তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখে স্বজনরা আতিককে উদ্ধার করে।
মানসিক চাপ থেকে তিনি আত্মহত্যা করতে পারেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন বলেন জানান ওসি।
তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।