সিলেটে মিছিল থেকে ছাত্রদল নেতা চৌধুরী ফয়েজ আটক
প্রকাশিত হয়েছে : ৯:৪৯:৪৫,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
সোমবার বেলা ২টা ২৫মিনিটের সময় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজার ওয়াহিদ ভিউ মার্কেটের সামনে থেকে জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আহমেদ চৌধুরী ফয়েজের নেতৃত্বে ২০/২৫ জনের একটি মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আহমেদ চৌধুরী ফয়েজকে আটক করেছে পুলিশ। মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্লাহ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ওয়াহিদ ভিউ মার্কেটের সামনে থেকে জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আহমেদ চৌধুরী ফয়েজের নেতৃত্বে নেতাকর্মীরা একটি মিছিল বের করা হলে মিছিলটি বারুতখানায় যাওয়ার পর পুলিশী বাধার সম্মুখিন হয়। এসময় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্লাহ ও কোতোয়ালী থানার সহকারী কমিশনার সাজ্জাদুল আলমের নেতৃত্বে একদল পুলিশ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আহমেদ চৌধুরী ফয়েজকে আটক করে। এসময় মিছিলে অংশগ্রহণকারী অন্যান্য নেতাকর্মীরা দৌঁড়ে পালিয়ে যান।