সিলেটে মহিলাকে পিটিয়ে দুর্ধর্ষ ডাকাতি
প্রকাশিত হয়েছে : ১০:২৪:৫২,অপরাহ্ন ০৫ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
সিলেট নগরীর জালালাবাদে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে নগদটাকা ও স্বর্ণালংকার লুট করেছে ডাকাতরা। এসময় তারা ওই ব্যবসায়ীর স্ত্রী সায়মা বেমগকে পিটিয়ে আহত করে। তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
সায়মার স্বামী আবদুল মতিন জানান, ব্যবসায়ীক কাজে তিনি বুধবার ভোলাগঞ্জ ছিলেন। বাসায় তার স্ত্রী সায়মা এবং মেয়ে নওরিন ও ছেলে নাহিয়ান ছিলেন। রাত ৩টার দিকে বাসার পেছনের দিকের গ্রিল ও জানালা ভেঙে কয়েকজন মুখোশধারী তার বাসায় প্রবেশ করে। তারা সায়মার কাছে আলমারির চাবি চাইলে তিনি চাবি দিতে অপরাগতা প্রকাশ করেন। এসময় ডাকাতরা রেঞ্চ দিয়ে সায়মার নাকে আঘাত করে আলমারিতে রাখা নগদ দুই লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
জালালাবাদ থানার ওসি গৌছুল হোসেন জানান, দুই চোর আবদুল মতিনের বাসায় প্রবেশ করে। তারা প্রথমে ওই বাসার ৩য় তলায় রজব আলী নামের আরেক পাথর ব্যবসায়ীর বাসায় হানা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আব্দুল মতিনের বাসায় ঢুকে সায়মাকে জিম্মি করে বাসা থেকে জিনিসপত্র নিয়ে যায়।