সিলেটে মদন মোহন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২
প্রকাশিত হয়েছে : ৩:১১:১৮,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে ছাত্রলীগ কর্মী অভিজিৎ ও রাজেশের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
কলেজ সূত্রে জানা যায়, সরস্বতী পুজার আয়োজনকে কেন্দ্র করে ছাত্রলীগের দিনার গ্রুপ ও বিপ্লব গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই শুরু হয়। তাতেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। সাধারণ ছাত্র-ছাত্রীরা দিকবিদিক ছুটোছুটি করে নিরাপদ আশ্রয় নেয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাজেশ সরকার নামের এক ছাত্রলীগ কর্মীসহ দুই জন আহত হন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপ্তালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলেট কতোয়ালী ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হইছে। পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুইটা ছেলে আহত হওয়ার খবর পাইছি। এ ব্যাপারে মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা ইলিয়াস দিনার বলেন, আমি সংঘর্ষের বিষয়টি শুনেছি বিস্তারিত কিছু জানাতে পারছিনা।