সিলেটে মজলিসের আলোচনা সভা :: আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমেই শান্তি সম্ভব
প্রকাশিত হয়েছে : ৭:৪৩:২৬,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৪
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলমের পরিচালনায় মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মাওলানা সিরাজী বলেন, স্বাধীনতার ৪৩ বছর পরও দেশে গুম, খুন, অপহরণ বন্ধ হয়নি। একমাত্র খেলাফত রাষ্ট্র ব্যবস্থাই সমাজে শান্তি ফিরিয়ে আনতে পারে। তাই নেতাকর্মীদের খেলাফত মজলিসের কার্যক্রমকে আরো মজবুত করতে হবে।
সভায় বক্তারা আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট মিলনায়তনে সংগঠনের সাধারণ পরিষদের অধিবেশন সফল করে তোলার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সিলেট সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর নজিবুর রহমান নিরুর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা ছামিউর রহমান মুছা, মাওলানা জয়নুল ইসলাম, মাওলানা আনহার আলী প্রমুখ।
এদিকে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৭ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ আব্দুল খালিক, সাধারণ সম্পাদক শোয়াইব আহমদ, কাউন্সিলর নজিবুর রহমান নিরুর ইন্তেকালে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।-বিজ্ঞপ্তি