সিলেটে ব্লগার অনন্ত বিজয়কে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ৬:০৬:০৬,অপরাহ্ন ১২ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের গণজাগরণ মঞ্চের সংগঠক ও ব্লগার অনন্ত বিজয় দাসকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল ৯টার দিকে নগরীর সুবিদ বাজার বনকলা পাড়ার একটি পুকুরের পাশে তার লাশ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকজন যুবক সকাল ৯ টার দিকে তাকে হামলা করে। এসময় তাদের কাঁধে ব্যাগ ছিল। খুনিরা অনন্ত দাশকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যা করার সময় স্থানীয় জনতা ভয়ে এগিয়ে আসেনি।
সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত জানান, অনন্ত গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন।
সিলেট বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেন জানান, (নুরানী) বাসা থেকে ১৫০ গজ দুরে একটি পুকুর পাড়ে তার লাশ ৯ টায় উদ্ধার করে পুলিশ। পূর্ব শত্রুতা নাকি অন্য কোনও কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ পোস্টমর্টেমের জন্য ওসমানীতে পাঠানো হয়েছে।
অনন্ত বিজয় সিলেট থেকে প্রকাশিত বিজ্ঞান বিষয়ক ছোট কাগজ যুক্তির সম্পাদক ছিলেন এবং মুক্তমনা ব্লগে নিয়মিত লিখতেন। একুশে বইমেলায় তার একাধিক বই প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে- জীববিবর্তনের সাধারণ পাঠ, ডারউইন একুশ শতকের প্রসঙ্গিক ভাবনা। তিনি পূবালি ব্যাংকে কর্মরত ছিলেন।