সিলেটে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান
প্রকাশিত হয়েছে : ১২:১৮:৫৮,অপরাহ্ন ২৭ মে ২০১৫
নিউজ ডেস্ক :: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নির্দেশে মাঠে নেমেছেন সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। বুধবার সাড়ে ৩টার দিকে সিটি কর্পোরেশনের লাইসেন্স বিভাগের কর্মকর্তা চন্দন বাবুর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে ব্যাটারিচালিত ৭টি রিকশা ও ২৮টি ব্যাটারি জব্ধ করা হয়।
এব্যাপারে সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, আমাদের অভিযান কেবলমাত্র শুরু হয়েছে, অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২১মে জেলা পরিষদ মিলনায়তনে প্রাক বাজেট সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সবধরণের ব্যাটারি চালিত যানবাহন বাজেয়াপ্ত করে ধবংস করা ও প্রয়োজনে মালিকদের জেলে দেয়ার নির্দেশ দিয়েছিলেন সিলেটের আইন-শৃঙখলা রক্ষাকারী বাহিনীকে এবং তা বাস্তবায়নের জন্য পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে উদ্যোগী হওয়ার কথাও বলেন তিনি।