সিলেটে ব্যবসায়ীদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১১:১৩:৪৮,অপরাহ্ন ০৮ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: দেশে বিরাজমান অচলাবস্থা অতিষ্ট্ জনগণ। চলমান হরতাল-অবরোধ প্রত্যাহার, সহিংসতা বন্ধ ও দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় পতাকা হাতে নিয়ে মানববন্ধন করেছেন সিলেটের ব্যবসায়ীরা।
রোববার দুপুর ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃত্বে নগরীর জেল রোডস্থ চেম্বার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় পতাকা নাড়িয়ে ও জাতীয় সংগীতের মাধ্যমে ব্যবসায়ীরা চলমান সহিংসতার প্রতিবাদ জানান।
মানববন্ধন চলাকালে সিলেট চেম্বারের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ বলেন, ব্যবসায়ীরা সংকট থেকে উত্তরণ চায়। আমরা এ অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে চাই। জানমালের নিরাপত্তা চাই। গত ৩৩ দিনের কর্মসূচিতে হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মানববন্ধনে ‘সবার উপরে দেশ, দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও’ স্লোগানের প্ল্যাকার্ড নিয়ে নিজ নিজ ব্যবসা-শিল্পপ্রতিষ্ঠানের ব্যাবসায়ীরা অংশগ্রহন করেন।
এদিকে জেলরোডস্থ আনন্দ টাওয়ারের সামনে মেট্রোপলিটন চেম্বারের ব্যবসায়ীরা মানববন্ধন করেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় মানববন্ধন। সংগঠনের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন- দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অস্থিতিশীলতার ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছেন সকল পর্যায়ের ব্যবসায়ী। ব্যাংক ঋণ, দোকানভাড়া, কর্মচারীদের বেতন-ভাতা, আয়করসহ ব্যবসা পরিচালনা ব্যয় মেটাতে গিয়ে বিপর্যয়ে পড়ছেন ব্যবসায়ীরা। এ সমস্যা থেকে উত্তরণের জন্য সংহিসতা পরিহার করে দেশে ব্যবসা বাণিজ্যের পরিবেশ ফিরিয়ে আনতে তিনি সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।