সিলেটে ব্যতিক্রমী রিকশা র্যালি
প্রকাশিত হয়েছে : ১০:৪৫:০৯,অপরাহ্ন ১১ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটে বুধবার আইডিয়া ও গণসাক্ষরতার আয়োজনে স্কুলে ভর্তির জন্য ব্যতিক্রমী এক রিকশা র্যালি অনুষ্টিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন এর সহযোগিতায় স্কুলে ভর্তি, ঝরে পড়া রোধ ও শিক্ষা সমাপন বিষয়ক এই রিকশা র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উদ্ধোধন করেন সিলেট সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায় । সিলেট সদর উপজেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে খাদিম চৌমুহনা গিয়ে র্যালিটি শেষ হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার বক্তব্যে বলেন, দেশে বর্তমানে শিক্ষাক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে স্কুলে শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ ও শিক্ষা সমাপ্তিকরণ পর্যন্ত শিক্ষার্থীকে ধরে রাখা।