সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পরীক্ষা কেন্দ্র পাহারা
প্রকাশিত হয়েছে : ৭:৫৮:১১,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০১৫
কোন ধরণের অপ্রীতিকর ছাড়াই সিলেটে অতিবাহিত হলো শুক্রবারের এসএসসি পরীক্ষা। আর পূর্ব ঘোষণা অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পাহারা দেয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম নেওয়াজ জানান, সকাল ৯টা থেকে তারা নগরীর বিভিন্ন পরীক্ষা পাহারা শুরু করেন। তারা এ নিয়ে পরীক্ষা কেন্দ্রের সাথে অপেক্ষমান অভিভাবকদের সাথে কথা বলেন। সকাল ৯টা থেকে তারা সরকারি অগ্রগামি উচ্চ বালিকা বিদ্যালয়, এইডেড উচ্চ বিদ্যালয় এবং আম্বরখানা বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে যান। তিনি জানান, আমরা রাজপথ পাহারায় থাকবো। নাশকতাকারীদের কোন ছাড় দেয়া হবে না বলেও মন্তব্য করেন নেওয়াজ।
এসময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র- রুবেল তালুকদার জনি, রহিম উদ্দিন রাজু, শফি আমিন খান, ফয়সাল ইসলাম, প্রীতম চৌধুরী দ্বীপ, মেহেদী হাসান, আতিক রহমান, রাহাত হোসেন চৌধুরী।
লিডিং ইউনিভার্সিটির ছাত্র- রুবেল আহমেদ ভাস্কর ভট্টাচার্য, রনি খান, জয় প্রকাশ চক্রবর্তী, নাজমুল হোসেন সাহাদাত, তুষার খান, মনিরুজ্জামান বাদল, এ কে লায়েক, সোহাগ, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্র রিংকু দাস অপু, সুপান প্রমুখ।-বিজ্ঞপ্তি