সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও অবস্থান কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ৯:২৫:৪৬,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০১৫
জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছ সিলেট বেসরকারি বিশ্ববিদ্যালয় সকল শাখা ছাত্রলীগ। অনুষ্ঠানে সিলেট বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমন্নয়ক মাহমুদুল করিম নেওয়াজ’র সভাপতিত্বে রনি খানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এম. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ কর্মী রুবেল তালুকদার জনি, ফারজানা ফাহমিদা, সোহেল আহম্মেদ মুন্না, ফয়সাল আহম্মেদ, ইসতিয়াক চৌধুরী, ম্যাক মুরাদ, জাকারিয়া মাহমুদ, কোমল কান্তি শর্মা, কাউসার আহম্মেদ, রাজেস সরকার, রাজীব তরফদার, পলাশ দত্ত, শাহীনূল, সম্রাট খান, ভাস্কর ভট্টাচার্য, রনি খান, জয় প্রকাশ চক্রবর্তী, নাজমুল হোসেন সাহাদাত, তুষার খান, রুপক, আতিক, রাসেল, ফয়সল, রাহাত, নিলয়, মেহেদী, প্রিতম, বিপ্রজিত, রুবেল আহম্মেদ, হুমায়ূন, খালেদ, কামরুল হাসান, রুবেল তারফদার জনি, অমিত দেবনাথ, প্রীতম চৌধুরী, দেবজিত দাস, মনিরুজ্জামান বাদল, দিপসহরনি খান, ভাস্কর ভট্টাচার্য্য, হিমেল দাস, নাজমুল, জয়প্রকাশ চক্রবর্তী, রুবেল আহমদ, প্রিতম চৌধুরী দীব, রাহাত হোসেন চৌধুরী, আতিকুর হমান, মেহেদী, রাসেল, ফয়সল, শফি, নিলয়, রূপক, রুকন, অমিত, বাপ্পী, দেবজীত, রিংকু দাস প্রমুখ। এতে সিলেটের বেসরকারি মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি ও নর্থ-ইস্ট ইউনিভার্সিটি ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি