সিলেটে বিশেষ অভিযানে ছাত্রদল-শিবির নেতাকর্মীসহ গ্রেফতার ৫১
প্রকাশিত হয়েছে : ১:৩২:৩৯,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক:: সিলেট মহানগরী ও জেলায় বিশেষ অভিযানে ছাত্রদল ও শিবির নেতাসহ ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার সকাল ১১টা পযর্ন্ত অভিযানে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে সিলেট মহানগরীতে ২৫ জন এবং সিলেট জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ২৬ জনকে গ্রেফতার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, হরতালে বিশৃঙ্খলা ঠেকাতে গ্রেফতার অভিযান চালিয়ে জেলা ছাত্রদলেরে সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না ও দক্ষিণ সুরমা শিবিরের সেক্রেটারি আজিজুল আম্বিয়া তারেকসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়।
এদিকে, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা জানান, জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়ছে। এদের মধ্যে ১৮ জন ওয়ারেন্টি, ২ জন প্রিভেন্টিভ ও নিয়মিত মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।