সিলেটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ১:১১:৪৫,অপরাহ্ন ২০ মে ২০১৫
নিউজ ডেস্ক :: তথ্য-যোগাযোগ প্রযুক্তি নির্ভর বাংলাদেশ নির্মাণে সিলেটে শুরু হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। শিশুদের সুপ্ত মেধার বিকাশ ও তাদের সৃষ্টিশীল উদ্যোগকে উৎসাহিত করতে বিভাগীয় পর্যায়ে শুরু হচ্ছে এ মেলা।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়ামে দু’দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৪টায় সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলা শেষ হবে।
এরই মধ্যে মেলার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ।