সিলেটে বিএনপি-জামায়াতের ৪৬ নেতাকর্মী আটক
প্রকাশিত হয়েছে : ৮:১৬:৪০,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটে পুলিশের বিশেষ অভিযানে সিলেট জেলা ও মেট্রোপলিটন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ৪৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তাদের আটক করা হয়েছে।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলা পুলিশ বিভিন্ন এলাকা থেকে ২৮ বিএনপি-জামায়াত কর্মীকে আটক করে পুলিশ।
এসএমপির এডিসি (মিডিয়া) মো. রহমত উল্যাহ জানান, মেট্রোপলিটন এলাকার ৬ থানা থেকে একই সময়ে ১৮ জনকে আটক করা হয়েছে।
অপরদিকে, এসএমপির নিষেধাজ্ঞা অমান্য করে সকাল থেকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় অবস্থান নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদও এতে বক্তব্য রাখেন।