সিলেটে বিএনপির ৮০ নেতাকর্মী আ. লীগে
প্রকাশিত হয়েছে : ৫:৪৬:০৮,অপরাহ্ন ০৪ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বিএনপির ৮০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
বুধবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর বাসভবনে খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির নেতা ফজর আলী মেম্বারের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে আ.লীগে যোগদান করেন। এসময় তারা শফিকুর রহমান চৌধুরীর হাতে ফুলের তোড়া তুলে দেন।
যোগদানকালে শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনকল্যাণে কাজ করে। বাংলাদেশ এখন উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের কাছে রোলমডেলে পরিণত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ শুধু দেশ নয় এশিয়ার বৃহত্তম রজিনৈতিক দল। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটির আদর্শ এবং লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সিলেট জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ আসাদুজ্জামান আসাদ, কবির আহমদ কুব্বার, শংকর ধর, আব্দুর নূর, যুবলীগ নেতা জাহিদ সারওয়ার সবুজ ও অ্যাডভোকেট গিয়াস।
খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির যোগদানকারী উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াব আলী, হাবিব উল্লাহ, আব্দুল করিম, সোহেল আহমদ, ইউনুছ আলী প্রমুখ।