সিলেটে বালু ব্যাবসাকে কেন্দ্র করে ছাত্রলীগ দু’গ্রুপের সংঘর্ষ : আহত ১
প্রকাশিত হয়েছে : ২:২৮:৫৪,অপরাহ্ন ০১ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
বালু ব্যাবসাকে কেন্দ্র করে নগরীর বালুচরে ছাত্রলীগ দু’গ্রুপের সংঘর্ষে রঞ্জন দেব নামে টিলাগড় গ্রুপের এক ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে বালুচর মডেল স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বালুচর মডেল স্কুলের পেছনের ছড়া থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল নগরীর টিলাগড় ছাত্রলীগের বাবলা চৌধুরী গ্রুপের নেতাকর্মীরা।
বালুমহালের দখল নিতে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সমর্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা সোমবার বিকেলে ছাত্রলীগ নেতা আরিফের নেতৃত্বে বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী বাবলা গ্রুপের নেতাকর্মীদের ধাওয়া করে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এ ঘটনায় মহানগর বঙ্গবন্ধু শিশু কিশোর লীগের দফতর সম্পাদক রঞ্জন দেব আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।