সিলেটে বাণিজ্য মেলা উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২:৫৫:৩৬,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সিলেট মেট্রোপলিটন চেম্বার আব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে নগরীর শাহী ঈদগাহস্থ সদর উপজেলা পরিষদ মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলার এ আয়োজন করা হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার কামরুল হাসান, এফবিসিসিআইর সাবেক সভাপতি এ. কে. আজাদ ও নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান ইন্ডো-বাংলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠাতা সভাপতি আবুল মাতলুব আহমদ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সহ সভাপতি, দৈনিক উত্তরপূর্বের সম্পাদক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, হাসিন আহমদ মহসিন প্রমুখ।
বুধবার বিকেল ৫টায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মেলাস্থলে এসে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান সিলেট মেট্রোপলিটন চেম্বার আব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।
মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি হাসিন আহমদ জানান, মেলায় সবমিলিয়ে ১৬০টি স্টল স্থান পেয়েছে। এছাড়াও ২০টি প্যাভিলিয়ন ও তিনটি ফরেন জোন মেলার সৌন্দর্যকে অনেকগুন বাড়িয়ে দিয়েছে। চীনা, তুরস্ক, আমেরিকা, ইরান, কোরিয়া থাইল্যান্ড ও পাকিস্তানের কয়েকটি স্টলও মেলায় অংশ নিচ্ছে বলেও তিনি জানান।
মেলায় পোষাক, নিত্যপ্রয়োজনী দ্রবাদি, ইলেক্ট্রনিক্স সামগ্রী, শোপিছসহ নানা রকম আয়োজন থাকছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেলা খোলা থাকবে।