সিলেটে বাণিজ্য মেলার র্যাফেল ড্র সম্পন্ন : প্রথম পুরস্কার পেয়েছেন প্রমি
প্রকাশিত হয়েছে : ১২:১৫:১৯,অপরাহ্ন ২৫ জানুয়ারি ২০১৫
রোববার বিকেলে সিলেট আন্তর্জাতিক বাণ্যিজ্য মেলার র্যাফেল ড্র এর পুরস্কার বিতরণ নগরীর শাহী ঈদগাহস্থ মেলার মাঠে সম্পন্ন হয়েছে। এ ড্র’তে প্রথম পুরস্কার হিসেবে একটি গাড়ি অর্জন করে বিজয়ী সাজিয়া ইসলাম প্রমি। সে জালালাবাদ সেনানিবাস কর্পোরাল সাইফুল ইসলামের মেয়ে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ড. তৌফিক রহমান, প্রথম সহ-সভাপতি হাছিন আহমদ, সহ-সভাপতি আফজল রশিদ চৌধুরী, পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, মেট্রোপলিটন চেম্বারের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, সদস্য হাসান ইমাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাঈদ আহমদ, সার্জেন্ট মোফাখ্খারুল ইসলামসহ নিটল-টাটা’র স্থানীয় প্রতিনিধিবৃন্দ। -বিজ্ঞপ্তি