সিলেটে প্রবাসীর বাড়িতে ডাকাতি
প্রকাশিত হয়েছে : ৯:২৯:১৩,অপরাহ্ন ২৪ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেট সদর উপজেলার লামাকাজি পূর্বপাড় তালুকপাড়ায় এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রবাসীর পরিবারের সদস্যদের গলায় দা ধরে স্বর্ণালঙ্কারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে যুক্তরাজ্য প্রবাসী আবদুল গণির বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
আবদুল গণি জানান- ১০-১২ জন ডাকাত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তিনিসহ তার স্ত্রী ও মায়ের গলায় দা ধরে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে আলমারিতে রক্ষিত নগদ লক্ষাধিক টাকা, প্রাইজবন্ড, ৫ ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন সেটসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
পালানোর সময় ডাকতরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায়।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বলেন- ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।