সিলেটে পুলিশের সাথে সংঘর্ষ : জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকসহ আটক ৮
প্রকাশিত হয়েছে : ২:০৬:৫৮,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও নতুন কমিটি প্রত্যাখান কারী বিদ্রোহী নেতা এখলাছুর রহমান মুন্নাকে আটক করেছে পুলিশ। এ সময় শাহী ঈদ গাঁ এলাকা থেকে আরো ৬জনকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হরতালের সমর্থনে নগরীর শাহী ঈদ গাঁ এলাকা থেকে ছাত্রদলের বিদ্রোহী নেতা এখলাছুর রহমান মুন্নার নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। এ সময় পুলিশ মিছিলে বাধা দিলে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ছাত্রদল কর্মীরা পুলিশকে লক্ষ্যে করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছ মুন্না, ছাত্রদল নেতা জিয়াউল হক জিয়াসহ ৭ নেতাকর্মীকে আটক করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে ডেইলি সিলেটকে বলেন, শাহী ঈদ গাঁ এলাকায় ছাত্রদলকর্মীরা নাশকাতায় লিপ্ত হলে পুলিশ ৭জনকে আটক করে। এছাড়া আরো এক পিকেটারকে আটক করা হয়েছে বলে তিনি জানান।