সিলেটে নাট্যকর্মীদের প্রতিবাদ : সংস্কৃতিকর্মীর উপর হামলা কেন?
প্রকাশিত হয়েছে : ১২:২১:২৪,অপরাহ্ন ২২ মে ২০১৫
নিউজ ডেস্ক::
সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিকর্মীদের উপর হামলার প্রতিবাদে রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। সেইসাথে কর্মসূচির অংশ হিসেবে অডিটোরিয়ামের মুক্তপ্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছে সম্মিলিত নাট্য পরিষদের নাট্যকর্মীরা।
বিকাল ৩টায় শুরু হওয়া এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন সিলেটের নাট্যাঙ্গণের কর্মীবৃন্দ। এ সময় তাদের ব্যানারে লিখা ছিল সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির সংস্কৃতি কর্মীর উপর হামলা কেন?
এ সময় নাট্যকর্মীদের হাতে ধরা পোস্টারে তারা দাবি জানান, মুক্তমঞ্চে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের আড্ডা বন্ধ করতে হবে, অডিটোরিয়াম প্রাঙ্গণে মাদকের আড্ডা বন্ধ করতে হবে, কবি নজরুল অডিটোরিয়ামে সন্ত্রাসীদের চাঁদাবাজি বন্ধ করতে হবে, নাট্যকর্মীর উপর হামলা কেন? সংস্কৃতিকর্মীর উপর হামলা কেন?
সম্মিলিতের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সম্মিলিত নাট্য পরিষদের সাবেক পরিচালক ও সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট-র সভাপতি অনুপ কুমার দেবসহ সিলেটের প্রবীন ও নবীন নাট্যকর্মীবৃন্দ।
উল্লেখ্য, কবি নজরুল অডিটোরিয়ামে বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দুই গ্রুপের পৃথক হামলায় আহত হন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইম মিউজিক্যাল ক্লাবের সংগঠক সায়মন মিয়া ও লোকমান নকিব।