সিলেটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিলসিলার ম্যানেজারের
প্রকাশিত হয়েছে : ১০:৩৬:০০,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে ট্রাকের ধাক্কায় দেবাশীষ দে পিনাক (৫৭) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সকালের দিকে রাস্তা ফাঁকা হওয়ায় ঘাতক ট্রাক চালককে ধরা সম্ভব হয়নি। তবে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন পিনাক দে’র পরিবারের সদস্য গণেশ পাল দীপু।
জানা যায়, দেবাশীষ দে পিনাক দীর্ঘদিন থেকে সিলেটের বহুল পরিচিত ব্যবসা প্রতিষ্ঠান ‘সিলসিলা’র দায়িত্বে ছিলেন। প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে আম্বরখানা পয়েন্টে ট্রাকের চাপায় মারাত্মকভাবে আহত হন। এসময় তাকে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতেলে নিয়ে গেলে কিছুক্ষণ পরেই অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।
পিনাক সিলেট নগরীর মিরাবাজারস্থ উদ্দীপন ৮৫/৩ এর বাসিন্দা। তাঁর পিতা মৃত যশোবন্ত দে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও মাকে রেখে যান।এদিকে শুক্রবার বিকেলে ওসমানী মেডিকেলে ময়না তদন্ত শেষে রাতে চালিবন্দর মহা শ্মশানে তাকে দাহ করা হয়।