সিলেটে জেএসসি-জেডিসি পরীক্ষা প্রথম দিন অনুপস্থিত ১ হাজার ৮৩২ জন
প্রকাশিত হয়েছে : ২:৩০:১৭,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০১৪
স্টাফ রিপোর্টার :
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি-জেডিসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে মোট ১ হাজার ৮৩২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। তবে কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি। সিলেট শিক্ষা বোর্ডর পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান এ তথ্য নিনশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল শুক্রবারের পরীক্ষায় সিলেটে বিভাগে মোট ১ লাখ ৬ হাজার ৩২১ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। তবে মোট পরীক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৮৩২ জন পরীক্ষা দেয়নি। সিলেটের চার জেলার মধ্যে সিলেট জেলায় ৬১২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়াও মৌলভীবাজার জেলায় ৪২২ জন, হবিগঞ্জ জেলায় ৩৭৪ জন ও সুনামগঞ্জ জেলায় ৪২৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
উলেখ্য, গত ২ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতের ডাকা হরতালের কারণে তা পেছানো হয়। হরতালের কারণে প্রথম দফায় ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা দুটোর সময় ৭ ও ১৪ নভেম্বর নির্ধারণ করা হয়। দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বর ঘোষিত পরীক্ষা দুটো আগামী ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে।