সিলেটে জামায়াত-শিবিরের ৪১ নেতাকর্মী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ৬:০৮:১৮,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: সিলেটে জামায়াত-শিবিরের ৪১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে শিবিরের জালালাবাদ থানার সভাপতিও রয়েছেন।
রবিবার দিবাগত রাত থেকে সোমবার দুপুর ১টা পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ছয় থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পৃথক অভিযানে সোমবার ভোররাত পর্যন্ত ৩৭ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে এদের মধ্যে ৩২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আটকদের মধ্যে কয়েকজন ওয়ারেন্টভুক্ত জানান তিনি।
এছাড়া জামায়াতের ডাকা হরতালের তৃতীয় দিন সোমবার হরতাল চলাকালে দুপুর ১টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থান থেকে আরো ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে নগরীর জেল রোড পয়েন্টে ঝটিকা মিছিল থেকে ৫ জন, কাজিরবাজার ও ধোপাদিঘীর পাড় এলাকা থেকে বাকিদের আটক করা হয় বলে জানান রহমত উল্লাহ।
এদিকে, জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, সোমবার গোপন বৈঠক থেকে জালালাবাদ থানা শিবিরের সভাপতি আবু হোরায়রা জাবেরসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যরা হলেন- শিবির কর্মী আরিফুল ইসলাম, আবদুল হামিদ, হাফিজ ইমরান ও হাফিজ তফাজ্জল।