সিলেটে ছাত্রদল নেতা আটক
প্রকাশিত হয়েছে : ৬:০৪:৪৪,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: জুনেদ আহমদ নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট নগরীর আম্বরখানা বাদামবাগিচা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত জুনেদ আহমদ বিমানবন্দর থানার ছাত্রদলের প্রচার সম্পাদক বলে জানিয়েছে বিমানবন্দর থানা পুলিশ।
জুনেদ বিমানবন্দর থানার বড়শালা এলাকার মংলি গ্রামের মাস্টার আসাদ মিয়ার পুত্র।
জুনেদ আহমদের বিরুদ্ধে বিমান বন্দর থানায় একাধিক মামলা রয়েছে তাই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল আলম।