সিলেটে ছাত্রদলের মিছিল, গাড়ি ভাঙচুর; ককটেল বিস্ফোরণ : আতঙ্ক
প্রকাশিত হয়েছে : ১১:০৮:৪৩,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
নগরীর জিন্দাজার পয়েন্টে ঝটিকা মিছিল বের করে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার সময় এ ঘটনাটি ঘটে। ছাত্রদলের নেতাকর্মীরা এসময় ২টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। এছাড়াও পয়েন্টের চারদিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এসময় জনমনে আতঙ্ক দেখা দিলে দ্বিবিদিক ছুটাছুটি করতে থাকেন। মুহুর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দোকান-পাটের প্রধান ফটক বন্ধ করে দেয় দোকানিরা। পরে পুলিশ আসলে পরিস্থিত স্বাভাবিক হয়ে যায়।