সিলেটে ছাত্রদলের মিছিলে পুলিশের গুলি
প্রকাশিত হয়েছে : ২:৪৫:০৭,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
রোববার বিকেল ৪টার দিকে সিলেটে হরতালের সমর্থনে নগরীর জিন্দাবাজারে ছাত্রদলের মিছিলে ধাওয়া দিয়েছে পুলিশ। এসময় এক রাউন্ড ফাঁকা গুলিও ছুঁড়ে পুলিশ। ধাওয়া খেয়ে ছাত্রদল নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
সারাদেশে ডাকা ২০ দলীয় জোটের হরতালের সমর্থনে সিলেটে ছাত্রদলের মিছিল বের করা হয়। জানা গেছে, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মকসুদ আহমদের নেতৃত্বে জেলা ও মহানগর ছাত্রদলের ৩০ থেকে ৪০ নেতাকর্মী হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিলটি নগরীর জিন্দাবাজারস্থ সিলেট প্লাজার সামনে থেকে শুরু হয়ে জিন্দাবাজার পয়েন্টে আসার পথে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। ধাওয়া খেয়ে ছাত্রদল নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে পুলিশ সিলেট প্লাজায় তল্লাশি চালায়। তবে সেখান থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ। কোতোয়ালি থানার এসি এসএম সাজ্জাদুল আলম বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।
একই সময় সিলেট নগরীর কাজলশাহ এলাকা থেকে হরতাল সমর্থনে ছাত্রদল নেতা এমদাদুল হক স্বপনের নেতৃত্বে একটি মিছিল বের করা হলে এসময় পুলিশ তাদেরকে বাধা দিলে তারা মিছিল শেষ করে চলে যায়।