সিলেটে ছাত্রদলের নেতাকর্মীসহ আটক ১২
প্রকাশিত হয়েছে : ১০:২৩:০১,অপরাহ্ন ০৩ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী ৭২ ঘণ্টার হরতালের তৃতীয় দিনে সিলেটের জিন্দাবাজার এলাকা থেকে ছাত্রদল নেতা জাহেদ তালুকদারসহ ৬ নেতাকর্মী আটক করেছে পুলিশ। এছাড়াও মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকা থেকে আরো ৬জনকে আটক করা হয়।
জানা যায়, মঙ্গলবার সকাল থেকে হরতাল-অবরোধকারীরা নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে। পক্ষান্তরে পুলিশ তাদের গ্রেফতার অভিযান পরিচালনা অব্যাহত রাখে। এতে করে সিলেট নগরীতে মঙ্গলবার প্রায় ১২জনকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে ছাত্রদল নেতা জাহেদ তালুকদারকে জিন্দাবাজার ও রুহেল হোসেন, রাজন আহমদ, হাকিম, মিনাহাজ উল আবেদীন, রিফাত আলম, আহমদ সাদি, মাসুদ রানা, দেলোয়ার হোসেন দিনার, আহমদ জিল্লু এবং আলী আব্বাসকে নগরীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে বলে কতোয়ালী থানা সূত্রে জানা যায়।
মহানগর পুলিশের উপ-কমিশনার (অতিরিক্ত) রহমত উল্লাহ জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। নাশকতার বিরুদ্ধে পুলিশের আটক অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।