সিলেটে কলেজ শিক্ষার্থী তিন বোনকে যৌন হয়রানি প্রতিবাদে বিবৃতি
প্রকাশিত হয়েছে : ৩:১৩:২০,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৪
সিলেটের দক্ষিন সুরমা কলেজের শিক্ষার্থী তিন বোনকে উত্ত্যক্তকরণের প্রতিবাদে মঙ্গলবার উত্ত্যক্তকারীদের কঠুর শাস্তির দাবীতে সিলেট যৌন হয়রানি প্রতিরোধ ও নির্মূলকরণে নেটওয়ার্ক কমিটি বিবৃতি প্রদান করে। বিবৃতিতে বক্তারা বলেন উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে আজ পর্যন্ত পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করছে না। মামলা দায়েরের ২১ দিন অতিবাহিত হওয়ার পরেও পুলিশ মামলার আসামী বখাটেদের গ্রেফতার করতে পারেনি যা অত্যান্ত দুঃখজনক ও উদ্বেগের বিষয়।
প্রভাবশালী মহলের ছত্র ছায়ার কারণে আসামীরা প্রকাশ্য ঘুড়ে বেড়াচ্ছে এবং উত্ত্যকরেণের স্বিকার শিক্ষার্থী ও পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, নির্যাতনকারী বখাটেদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বুঝিয়ে দিতে হবে সভ্যসমাজে নারী নির্যাতনকারীর কোন স্থান নেই। বিবৃতি প্রদানকারী বক্তারা হলেন সিলেট যৌন হয়রানি প্রতিরোধ ও নির্মূলকরণে নেটওয়ার্কের আহবায়ক সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। সিলেট যৌন হয়রানি প্রতিরোধ ও নির্মূলকরণে নেটওয়ার্কের সদস্য বাবলী পুরকায়স্থ, মুহিবুর রহমান, অঞ্জলী প্রভা চৌধুরী, ডা: এ. এ. এম শিহাব উদ্দীন, আফিকুর রহমান আফিক, শেখ তোফায়েল আহমদ সেপুল, আলী হাসান হাবীব, মোঃ আমিরুল ইসলাম, সৈয়দ শামীম আরা, মোঃ শাহ আলম, এম বাবর লস্কর ও আব্দুল হাই আজাদ বাবলা প্রমুখ।-বিজ্ঞপ্তি