সিলেটে কনসার্টে হামলার ঘটনায় মামলা : গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ১২:১০:২৪,অপরাহ্ন ২৩ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটির মিউজিক্যাল ক্লাব ফ্লেইমসর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কনসার্টে হামলার ঘটনায় মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা জহির আলম বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় এ মামলা করেছেন। এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িত প্রতীম চক্রবর্তী নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা জহির আলম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এ ছাড়াও অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।
তিনি জানান, নগরীর শেখঘাট এলাকা থেকে প্রতীম চক্রবর্তী নামের এক আসামি গ্রেফতার করা হয়েছে। বাদিকের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটরিয়ামে সিলেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটির মিউজিক্যাল ক্লাব ফ্লেইমসর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তসহ তিনজন শিক্ষার্থীর আহত হয়েছিলেন।